যারা আবেদন করতে পারবেঃ যে সকল আবেদনকারী ন্যূনতম ৩৫ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে,
ক) কোন মেধা তালিকায় স্থান পায়নি,
খ) মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি।
গ) ১ম/২য় ও কোটার মেধা তালিকায় ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তি বাতিল করেছে। তারা যেকোনো ৫টি কলেজে আবেদন করতে পারবেন।